ভাটারায় এটিইউ’র অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

- আপডেট: ০১:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম–মাহান্নান করিম ওরফে অমিথ।
বুধবার (৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এটিইউ। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে ডিএমপির ভাটারা থানাধীন ইউনাইটেড সিটি এলাকায় অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,২০১৪ সালে আসামি মাহান্নান করিম দুঃসম্পর্কীয় আত্মীয়ের সঙ্গে শাহজাদপুর,গুলশান এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় চুক্তি করেন। সে সময় তিনি এক কোটি টাকার একটি চেক প্রদান করেন,যা পরবর্তীতে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। প্রতিশ্রুতি অনুযায়ী পাওনা অর্থ পরিশোধ না করায় ভুক্তভোগী আদালতে মামলা করেন।
বিচার প্রক্রিয়া শেষে আদালত ২০১৭ সালের ৮ অক্টোবর আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি উত্তরা পূর্ব থানার আবেদনের ভিত্তিতে এটিইউ নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।