১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

নেসকোর উপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

  • আপডেট: ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৮০০৫

পথসভা চলা কালে বিদ্যুৎ চলে যাওয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকোর উপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে দুর্নীতি চাঁদাবাজ বিরোধী মোটসাইকেল লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলাপার্ক মোড়ে জুলাই স্মৃতিস্মম্ভে আয়োজিত সমাপনি পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুত চলে যায়। এসময় তিনি বলেন একবার নয় দুই বার নয় এবার দিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলা কালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এসময় তিনি বলেন নেসকোর যে মালিক তাঁকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন ? একদিন হইতো দুইদিন হইতো কিচ্ছু বলতামনা তিনদিনের তিনদিনেই এটা হইছে। যারা এটা করছে তারা রাজনৈতিক বেশ্যা। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে এবং বাংলাদেশের নেসকোর দায়িত্বে কে আছে। আমরা মনে করি আপনারা এক একটা রাজনৈতিক বেশ্যা। আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এর পর থেকে যদি কোন প্রতিষ্ঠান যদি পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমুলক আচরন করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবেনা। এটা আমার নিজের কমিটমেন্ট । উল্লেখ্য প্রায় সহস্রাধিক মোটর সাইকেলে দুই সহস্রাধিক আরোহী নিয়ে এই লংমার্চ জেলার পাঁচ উপজেরা প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে পথসভা করার পর সমাপনি পথসভা আয়োজন করা হয় জেলা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে। এজন্য ব্যপাক প্রস্তুতি নেয় এনসিপি। শহরের বিভিন্ন স্থানে মাইক লাগানো হয়। রাতে পথসভায় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নেসকোর উপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

আপডেট: ১২:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

পথসভা চলা কালে বিদ্যুৎ চলে যাওয়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী নেসকোর উপর ক্ষেপলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে দুর্নীতি চাঁদাবাজ বিরোধী মোটসাইকেল লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলাপার্ক মোড়ে জুলাই স্মৃতিস্মম্ভে আয়োজিত সমাপনি পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুত চলে যায়। এসময় তিনি বলেন একবার নয় দুই বার নয় এবার দিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলা কালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এসময় তিনি বলেন নেসকোর যে মালিক তাঁকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন ? একদিন হইতো দুইদিন হইতো কিচ্ছু বলতামনা তিনদিনের তিনদিনেই এটা হইছে। যারা এটা করছে তারা রাজনৈতিক বেশ্যা। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে এবং বাংলাদেশের নেসকোর দায়িত্বে কে আছে। আমরা মনে করি আপনারা এক একটা রাজনৈতিক বেশ্যা। আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এর পর থেকে যদি কোন প্রতিষ্ঠান যদি পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমুলক আচরন করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবেনা। এটা আমার নিজের কমিটমেন্ট । উল্লেখ্য প্রায় সহস্রাধিক মোটর সাইকেলে দুই সহস্রাধিক আরোহী নিয়ে এই লংমার্চ জেলার পাঁচ উপজেরা প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে পথসভা করার পর সমাপনি পথসভা আয়োজন করা হয় জেলা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে। এজন্য ব্যপাক প্রস্তুতি নেয় এনসিপি। শহরের বিভিন্ন স্থানে মাইক লাগানো হয়। রাতে পথসভায় সারজিস আলম বক্তব্য শুরু করলে কয়েক মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়।