গজারিয়ায় যাত্রী সেজে ছিনতাই ৪ ছিনতাইকারী আটক

- আপডেট: ০৮:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারী আটক করেছে পুলিশ। বুধবার(৮অক্টোবর)রাত ১২:৩০ঘটিকায় উপজেলা র বালুয়াকান্দী ইউনিয়ন এর হাঁসপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত ১.রহমত (৩২)পিতা:আ:রহমান সাং ছয়হিসা ২.মুরাদ (৪৫)পিতা:আব্দুল আউয়াল সাং আষাড়িয়াচর ৩.তুষার(৩২)পিতা:মোতালেব সাং ছয়হিসা সর্ব উপজেলা:সোনারগাঁও,জেলা না:গঞ্জ ৪.ছামিদুল ইসলাম(২৮) পিতা তছির উদ্দিন সাংসিংমারী থানা:হাতিবান্ধা জেলা লালমনিরহাট।
ছিনতাইয়ের শিকার স্থানীয় বসুন্ধরা পেপার মিলস এর শ্রমিক রাসেল জানান,বিশেষ প্রয়োজনে ঢাকা যাওয়ার উদ্দেশ্য আনারপুরা থেকে একটা যাত্রীবাহী সিএনজিতে উঠলে,আগে থেকেই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা আমার ও স্ত্রীর গলায় ছুরি ধরে ও হাতের আঙ্গুল কেটে টাকা,মোবাইল, জামা কাপড়ের ব্যাগ নিয়ে যায়।
এ বিষয়ে, কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আওলাদ হোসেন বলেন,রাতে ডিউটি করার সময় একটা সিএনজি উল্টো পথে যাওয়ার সময় আমাদের সন্দেহ হলে পিছু নিয়ে সিএনজি আটক করি এ সময় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীর ফোনে কল আসলে,চক্রটাকে আটক করি,পরে ঘটনাস্থল গজারিয়ায় হওয়ায় তাদের গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,আটককৃতদের বিরুদ্ধে একটা মামলা প্রক্রিয়াধীন,এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।###