সিদ্ধিরগঞ্জে মৃত ছোট ভাইয়ের বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি : এতিম সন্তান নিয়ে দিশেহারা বিধবা নারী
- আপডেট: ০৯:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৃত প্রবাসী ছোট ভাইয়ের রেখে যাওয়া স্থাবর সম্পদ ও বসতবাড়ি দখলের উদ্দেশ্যে তার বিধবা স্ত্রীকে মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিহতের আপন দুই বড় ভাই এবং তাদের সন্তানদের বিরুদ্ধে।
সম্প্রতি সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা এলাকার মরহুম প্রবাসী সৈয়দ রাশেদুল ইসলামের স্ত্রী মোসা: শামীমা আক্তার সীমার সাথে এ ঘটনাটি ঘটে। নবম শ্রেনীতে পড়ুয়া তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
মানসিক নির্যাতন ও হুমকি-ধমকির ঘটনায় গত রবিবার (১১ জানুয়ারী) ভুক্তভোগী মোসা: শামীমা আক্তার সীমা বাদী হয়ে তার দুই ভাসুর মো: মনোয়ার ও মো: জাহিদুল এবং তাদের সন্তান মো: জুম্মন, মো: মেরাজ এবং ইয়াসমিনসহ ৫জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ওই বিধবা নারীর অভিযোগ, আমার এই ঘটনার বিষয়ে কেউ এগিয়ে আসলে তাদের বিরুদ্ধে অভিযুক্তরা মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়। কিছুদিন আগে আমার মামা নুরুদ্দিন ও ভাই পারভেজকে খবর দিয়ে নিয়ে আসি, পরের দিন তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায়। আমি আপনাদের কাছে বিচার চাই। তাহলে কি আমার পাশে কেউ দাড়াতে পারবে না।
পারিবারিক সূত্রে জানা যায়, মিজমিজি তালতলার বাসিন্দা রাশেদুল ইসলাম দীর্ঘ দিন সৌদি আরবে কর্মরত ছিলেন। ২০২০ সালে প্রবাসে থাকাকালীন তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান স্বামীর রেখে যাওয়া বাড়িতেই বসবাস করে আসছিলেন।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তার স্বামী মারা যাওয়ার পর থেকেই ভাসুর ও তাদের সন্তানরা তার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। সম্প্রতি তারা বাড়ির ঘর ও অন্যান্য সম্পদ জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার কন্যাসন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রবাসে থাকা অবস্থায় রাশেদুল ইসলামের অর্জিত অর্থ দিয়ে গড়ে তোলা সম্পদে এখন ভাগ বসাতে মরিয়া হয়ে উঠেছে তার আত্মীয়রা। অসহায় এই বিধবা ও তার এতিম সন্তানের পাশে দাঁড়িয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি তার ও তার সন্তানের জীবনের নিরাপত্তা এবং স্বামীর রেখে যাওয়া সম্পদ রক্ষার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরমান আলী জানান, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই মহিলার স্বামী মারা গেছে। তার একটি কন্যা সন্তান রয়েছে। তার ভাসুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা ওয়ারিশ সম্পত্তির জন্য বিভিন্ন সময় গালি-গালাজ করে চাপ প্রয়োগ করে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই আদালতের নির্দেশনা অনুযায়ী সবাইকে চলার জন্য বলা হয়েছে।











