নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলার ভিডিও ভাইরাল: গ্রেফতার ৪

- আপডেট: ০৮:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৮০২৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গত মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন হাউজিং বালু মাঠে কিশোর গ্যাং এক কিশোরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নোয়াখালীর পুলিশ সুপার দ্রুত বিষয়টি আমলে নেন এবং জেলা গোয়েন্দা শাখা ও সুধারাম মডেল থানাকে গুরুত্বসহকারে তদন্তের নির্দেশ দেন।
পুলিশের অভিযানে ঘটনার সঙ্গে জড়িত চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো,মাহবুব হোসেন নিরব (১৬),সাজ্জাদ হোসেন শান্ত (১৬),মো. মজনু (১৮) ও নাজিম হোসেন ইফাত (১৭)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন ভুক্তভোগী ইব্রাহিম শান্ত বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পরবর্তীতে সুধারাম মডেল থানায় মামলা নং-০৩, তারিখ-০২/১০/২০২৫ খ্রি:, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মাহবুব হোসেন নিরব এজাহারভুক্ত আসামী এবং অপর তিনজন তদন্তে প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।