কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার

- আপডেট: ০৯:১৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জ জেলা কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে আষাড়িয়ার চর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়,ঘটনাস্থলে একটি সিএনজি (রেজি. নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৭৩৭) সন্দেহভাজন হিসেবে থামানোর সিগন্যাল দিলে সিএনজিতে থাকা পাঁচজনের মধ্যে একজন পালিয়ে যায়। বাকি চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,রহমত (৩২),মুরাদ (৪৫),তুসার (৩২) ও মো.ছামিদুল ইসলাম (২৮)। এসময় তাদের কাছ থেকে তিনটি ছিনতাই কাজে ব্যবহৃত চাকু,সংশ্লিষ্ট সিএনজি, ভিকটিমের ব্যাগ,মোবাইল ফোন এবং মহিলাদের হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনে একটি ইনকামিং কল আসলে, সেই সূত্র ধরে পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে। ভিকটিম থানায় এসে গ্রেফতারকৃত চারজনকে শনাক্ত করেন এবং নিজের মালামাল চিহ্নিত করেন।
পরে জানা যায়,ঘটনাস্থলটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন এলাকায় পড়েছে। তাই গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে কাঁচপুর হাইওয়ে থানার সহায়তায় গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।