সড়কে চাঁদাবাজির প্রতিবাদ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা

- আপডেট: ০৩:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। শনিবার সকালে নরসিংদী পৌর এলাকার আরশীনগরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বীরপুর এলাকায় এক মরদেহ উদ্ধারের কাজ শেষে ফেরার পথে আনোয়ার হোসেন শামীম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আরশীনগর মোড়ে পৌঁছালে দেখেন, কয়েকজন ব্যক্তি ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তুলছে।
এ সময় সাহসিকতার সঙ্গে দুইজনকে হাতেনাতে আটক করেন এএসপি শামীম আনোয়ার। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরও কয়েকজন চাঁদাবাজ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে ৪০-৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা,লাথি ও ঘুষি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে এবং আটক দুজনকে ছিনিয়ে নেয়।
চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হন এএসপি শামীম আনোয়ার। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা.ফরিদা গুলশানা কবির বলেন,“শামীম আনোয়ারের ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ার বলেন,“আমি দেখি কয়েকজন চলন্ত গাড়ি থেকে চাঁদা তুলছে। জিজ্ঞাসা করতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ৪০-৫০ জন মিলে আমার ওপর হামলা চালায়। আমি পড়ে গেলে তারা লাথি, কিল ও ঘুষি মারতে থাকে।”
তিনি আরও বলেন,“আরশীনগর মোড়ের পাশে সিএনজি স্টেশনের ইজারাদারের লোকজনই হামলা চালিয়েছে এবং আটক দুজনকে ছিনিয়ে নিয়েছে।”
এ বিষয়ে নরসিংদী জেলার পুলিশ সুপার মো.মেনহাজুল আলম বলেন,“সিএনজি থেকে চাঁদা তোলার সময় দুজনকে হাতেনাতে ধরার পর জিজ্ঞাসাবাদের সময় শ্রমিক নেতারা তার ওপর হামলা করে। তিন-চার মাস আগেও ওই এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন শামীম আনোয়ার। সম্ভবত সেই ক্ষোভ থেকেই এই হামলা।”
তিনি আরও জানান, “পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গত কয়েক মাস ধরেই নরসিংদীতে চাঁদাবাজ,দখলবাজ ও মাদকচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন এএসপি শামীম আনোয়ার। বিশেষ করে সরকারি সড়কে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। তবে চাঁদাবাজদের নানা হুমকির মুখে সম্প্রতি এই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক পাতায় এক পোস্টে লিখেছিলেন,তার ওপর যেকোনো সময় হামলার আশঙ্কা রয়েছে।