১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

পুলিশ সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা

  • আপডেট: ০৯:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর একাধিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু বলেন, ‘নরসিংদী, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর যে দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে, তা শুধু পুলিশ বাহিনীর জন্যই নয়, বরং রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।’

বিবৃতিতে জানানো হয়, গত ৪ অক্টোবর নরসিংদী সদরে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যকে গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ হামলা চালানো হয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

এছাড়া, গত ১১ আগস্ট চট্টগ্রামে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে বন্দর থানার একজন উপ-পরিদর্শককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় ট্রাক শ্রমিকদের একটি অংশ পুলিশের ওপর সহিংস আচরণ করে, যাতে আরও পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এসব অনাকাঙ্ক্ষিত, বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, বরং তা রাষ্ট্রের শৃঙ্খলার জন্যও স্পষ্ট হুমকি। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর দায়িত্ব পালনে হামলা বা বাধা প্রদান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

পুলিশ অ্যাসোসিয়েশন উল্লেখ করে, “বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা। আজও তারা দিবা-রাত্রি দেশের জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। শারদীয় দুর্গাপূজার সময় এবং ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতেও পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।”

বিবৃতিতে এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদা সচেষ্ট এবং ভবিষ্যতেও কর্তব্যপালনে অটল থাকবে বলে জানানো হয়।

বিবৃতির শেষাংশে বলা হয়, “দেশের জনগণের সহযোগিতায় পুলিশ বাহিনী আগামী দিনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশ সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা

আপডেট: ০৯:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর একাধিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু বলেন, ‘নরসিংদী, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর যে দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে, তা শুধু পুলিশ বাহিনীর জন্যই নয়, বরং রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।’

বিবৃতিতে জানানো হয়, গত ৪ অক্টোবর নরসিংদী সদরে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ একটি সংগঠনের সদস্যকে গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে সংঘবদ্ধ হামলা চালানো হয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন।

এছাড়া, গত ১১ আগস্ট চট্টগ্রামে নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে বন্দর থানার একজন উপ-পরিদর্শককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় ট্রাক শ্রমিকদের একটি অংশ পুলিশের ওপর সহিংস আচরণ করে, যাতে আরও পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এসব অনাকাঙ্ক্ষিত, বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, বরং তা রাষ্ট্রের শৃঙ্খলার জন্যও স্পষ্ট হুমকি। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর দায়িত্ব পালনে হামলা বা বাধা প্রদান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

পুলিশ অ্যাসোসিয়েশন উল্লেখ করে, “বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা। আজও তারা দিবা-রাত্রি দেশের জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। শারদীয় দুর্গাপূজার সময় এবং ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতেও পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।”

বিবৃতিতে এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদা সচেষ্ট এবং ভবিষ্যতেও কর্তব্যপালনে অটল থাকবে বলে জানানো হয়।

বিবৃতির শেষাংশে বলা হয়, “দেশের জনগণের সহযোগিতায় পুলিশ বাহিনী আগামী দিনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখবে।”