রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার

- আপডেট: ০৬:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ১৮০১৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
খ্রিষ্টাব্দে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে আয়োজিত হয় ২৬তম দানোত্তম কঠিন চীবর দানোৎসবের বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।
পুলিশ সুপার শুভ প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব উপলক্ষে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দানোৎসব মানুষকে আত্মশুদ্ধি,সহনশীলতা ও সংযমের শিক্ষা দেয়। এই মূল্যবোধগুলো সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা রাঙ্গামাটি পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় রাঙ্গামাটি জেলা পুলিশের মূল অভিপ্রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটি পার্বত্য জেলা জোন কমান্ডার লে. কর্ণেল একরামুল রাহাতএবং বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।