১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মিরপুরে ‘ভইরা দে’ গ্রুপের প্রধানসহ চারজন গ্রেফতার

  • আপডেট: ০৯:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা দে’গ্রুপের প্রধান আশিকুর রহমান শান্ত ওরফে আশিক এবং চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫২ হাজার ৪৯৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মিরপুর ক্যাম্পের সেনাসদস্যরা তাদের গ্রেফতার করে।

সেনাবাহিনীর মিরপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেফতারকৃত আশিক একজন চিহ্নিত সন্ত্রাসী, যার বিরুদ্ধে মিরপুর, রূপনগর ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। সেনাবাহিনী মোতায়েনের সময় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় এটি তার তৃতীয় গ্রেফতার।

জানা গেছে,গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মিরপুর ক্যাম্পের সদস্যরা বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। এসব অভিযানে আরও দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় ৬৫ কেজি গাঁজা,৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২ হাজার ২৯৫ টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ‘ভইরা দে’ গ্রুপের প্রধানসহ চারজন গ্রেফতার

আপডেট: ০৯:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা দে’গ্রুপের প্রধান আশিকুর রহমান শান্ত ওরফে আশিক এবং চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫২ হাজার ৪৯৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মিরপুর ক্যাম্পের সেনাসদস্যরা তাদের গ্রেফতার করে।

সেনাবাহিনীর মিরপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গ্রেফতারকৃত আশিক একজন চিহ্নিত সন্ত্রাসী, যার বিরুদ্ধে মিরপুর, রূপনগর ও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। সেনাবাহিনী মোতায়েনের সময় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় এটি তার তৃতীয় গ্রেফতার।

জানা গেছে,গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মিরপুর ক্যাম্পের সদস্যরা বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। এসব অভিযানে আরও দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় ৬৫ কেজি গাঁজা,৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২ হাজার ২৯৫ টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও কিশোর গ্যাং দমন এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।