৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি: ‘অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলা, রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত’

- আপডেট: ১১:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৮০১৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নরসিংদীতে পেশাগত দায়িত্ব পালনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন। একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,শনিবার সকালে নরসিংদী পৌর এলাকার আরশীনগর মোড়ে হাইকোর্টের আদেশ অমান্য করে রাস্তায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন, যিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,অভিযানের সময় দুজন চাঁদাবাজকে আটক করলে পরবর্তীতে তাদের ছিনিয়ে নিতে একদল সন্ত্রাসী আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আরও কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
৩৪তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশন এই হামলাকে রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও কর্তৃত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে বলেছে, “রাষ্ট্রের দেওয়া ইউনিফর্ম পরে দায়িত্ব পালনরত পুলিশের ওপর এমন নৃশংস হামলা শুধু একজন কর্মকর্তার ওপর নয়, বরং রাষ্ট্র ও আইনের শাসনের ওপর হামলা।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মো.আনোয়ার হোসেন একজন সাহসী, পরিশ্রমী ও মানবিক কর্মকর্তা, যিনি দায়িত্ব পালন ও পেশাগত সততার জন্য সারা দেশে পরিচিত। তার সাহসিকতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হয়েছেন।”
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়,যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী সাহস দেখাতে না পারে।
সংগঠনের পক্ষ থেকে আহত পুলিশ কর্মকর্তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং বলা হয়, “আমরা ন্যায়, দায়িত্ব ও সাহসের প্রতীক বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের পাশে আছি ও থাকব।”