পূজামণ্ডপে ২৪ ঘণ্টা ভলেন্টিয়ার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ র্যাব মহাপরিচালকের

- আপডেট: ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সবার সমন্বিত তৎপরতায় খুব সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন,এ বছর সুন্দরভাবে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা যাবতীয় আয়োজন করেছি। র্যাবের টহল বিভিন্ন জায়গায় মোতায়েন আছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর আছে। এছাড়া বিভিন্ন মণ্ডপে আমাদের টহল দলগুলি নিয়মিত ভিজিট করছে।
তিনি বলেন,অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা দুর্গাপূজার ডিউটি পালন করছি।
পাশাপাশি র্যাবের ১৫ টি ব্যাটালিয়ন সারাদেশব্যাপী বিভিন্ন জেলায় পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারীদের সঙ্গে সমন্বয় করে এই দায়িত্ব পালন করছে। আমরা আশা করি দূর্গাপূজা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।
র্যাব ডিজি জানান,র্যাবের সাইবার টিম সার্বক্ষণিকভাবে সাইবার ওয়াল্ড মনিটরিং করছে, যাতে কোনভাবে কোন দুষ্কৃতকারীরা গুজব ছড়িয়ে উৎসবের আমেজ নষ্ট না করতে পারে।
এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,আমি অনুরোধ করব, দয়া করে কোন প্রকার কোন গুজবে কান দিবেন না। যদি সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের কোন খবর আসে সেটি যাচাই করার মত সময় আমাদের দিবেন। যদি ওই খবর মিথ্যা হয় তাহলে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গুজবকারীরা যেন কোনভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন,গতকাল থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় আমরা আইনানিক ব্যবস্থা গ্রহণ করেছি। সুতরাং আর কোন কোন ঘটনা যেন না ঘটতে পারে সেজন্য আমরা সতর্ক আছি।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশ্যে র্যাবের ডিজি বলেন,আপনার সার্বক্ষণিকভাবে পূজামন্ডপে ভলেন্টিয়ার রাখবেন,দিন রাত ২৪ ঘন্টায় ভলেন্টিয়াররা যেন কর্মরত থাকে, এছাড়া রাতের বেলা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে সেটিও নিশ্চিত করতে হবে।
র্যাবের মহাপরিচালক আরও বলেন,পূজা মন্ডপে যেসব দর্শনার্থীরা আসবে তারা যেন নির্বিঘ্নে আসতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে মা বোন ও শিশুরা প্রচুর সংখ্যায় পূজা মন্ডপে আসে,তাদেরকে কেন্দে করে ইভটিজিং এর ঘটনা যেন না ঘটে সেদিকেও আমরা সচেষ্ট আছি। আমরা আশা করছি সবাই মিলে এবারের উৎসবটি সুন্দরভাবে শেষ করতে সক্ষম হব।