বংশাল থেকে অপহরণ চক্রের মূল হোতা নিরব গ্রেফতার, নাবালিকা ভিকটিম উদ্ধার

- আপডেট: ১১:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অপহরণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় ১নং প্রধান আসামি নিরব (২০) কে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার হেফাজত থেকে অপহৃত নাবালিকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে র্যাব-১১,সিপিসি-৩, নোয়াখালী ও র্যাব-১০,সিপিএসসি,লালবাগ,ঢাকা’র যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।
র্যাব জানায়,নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ মামলার এজাহারনামীয় আসামি নিরব টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে সে অসৎ উদ্দেশ্যে মেয়েটির ছবি সংগ্রহ করে অশ্লীল কনটেন্ট তৈরি করে এবং তা প্রকাশের ভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে।
ঘটনার পর ভিকটিমের ভাই বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করলে নিরব আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে অবশেষে বংশালের আগা সাদেক রোডের একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিরব তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নোয়াখালীর সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।