প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

- আপডেট: ১০:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৮
আমি, এম. এন. আলী নাইম (নায়েব আলী) একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে ‘দৈনিক সোনালী খবর’ পত্রিকায় রিপোর্টার পদে দায়িত্ব পালন করে আসছি। আমি নিয়মিতভাবে মাঠপর্যায়ে সাংবাদিকতা করে থাকি এবং সমাজের বাস্তব চিত্র জনসম্মুখে তুলে ধরাই আমার পেশাগত দায়িত্ব।
কিন্তু অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, দৈনিক ইত্তেফাক অনলাইন পোর্টাল গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ‘‘কৃত্রিম মানবাধিকার কর্মী ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ’ শিরোনামে একটি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে আমার নাম জড়িয়ে আমাকে মানহানিকরভাবে উপস্থাপন করা হয়েছে। উক্ত প্রতিবেদনে আমাকে মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন, প্রতারণা ও দুর্নীতির সঙ্গে জড়িত বলে উপস্থাপন করা হয়েছে। যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটি একটি একপাক্ষিক, অনুসন্ধানবিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ যা আমার ব্যক্তিগত সুনাম, পেশাগত জীবন এবং সামাজিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার হীন চেষ্টা।
আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই ধরনের ভুয়া, মিথ্যা ও অপপ্রচারমূলক সংবাদ ভবিষ্যতে প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
এম. এন. আলী নাইম
সাংবাদিক
দৈনিক সোনালী খবর