দীর্ঘায়িত ক্ষমতার হাতিয়ার করা হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ: ব্যারিস্টার ওমর ফারুক

- আপডেট: ০৭:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেছেন,রাজনৈতিক দলের কিছু কিছু দুর্বৃত্ত ফায়দা নেওয়ার জন্য দীর্ঘায়িত ক্ষমতার হাতিয়ার করা হচ্ছে সাম্প্রদায়িক বিভেদ।
তাদের মধ্যে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এবং যারা ক্ষমতার বাইরে থাকে তারা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে এসব করে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ব্যারিস্টার ওমর ফারুক আরো বলেন,আমাদের যে সম্প্রীতি,বহু বছরের সম্প্রীতি। এই সম্প্রীতি গড়ে উঠেছে মায়া মমতার মধ্য দিয়ে। এই সম্প্রীতি গড়ে উঠেছে বন্ধুত্বের মধ্য দিয়ে। কিন্তু মাঝে মাঝে কেউ কেউ আতংক ছড়ায় তাদের আলটেরিয়ার মটিভে,রাজনৈতিক দলের কিছু কিছু দুর্বৃত্ত ফায়দা নেওয়ার জন্য। আমিতো মনে করি যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটি ছোট্ট ন্যারেটিভ তৈরি করে,আতংক তৈরি করে নানাভাবে নানা কনসপেসির মাধ্যমে দুই একটা ঘটনা ঘটনায়। সেই ঘটনা অ্যাড্রেস না করে এটা দাবানলের মতো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমিতো মনে করি সেটা কাম্য না,কাংখিত না। অনেকে আবার ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে,যাতে সরকার বিব্রত হয় সেই কারণেও অনেক ঘটনা ঘটায় আমরা দেখেছি। বাট সবচেয়ে বড় কথা আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি এবং সম্প্রীতি চলমান। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের এ সম্প্রীতি এখনো কেউ ভাঙতে পারেনি এবং আমি মনে করি এই সম্প্রীতি বজায় থাকবে, এই সম্প্রীতি দীর্ঘায়িত হবে।
তিনি বলেন,আমরা স্কুল কলেজে যেমন আমাদের বন্ধু বান্ধব বিভিন্ন ধর্মের থাকে,তাদের সাথে গলায় গলায় কাজ করি। বাজারে আমরা একই বাজার থেকে সদাই করি,একই লোক থেকে আমরা সদাই কিনি-সদাই বিক্রি করি। সুতরাং এই সম্প্রীতি থাকবে। যারা যারা ধান্ধামির পায়তারা করতেছেন তারা টিকবে না,অতীতেও টিকেনি ভবিষ্যতেও টিকবে না।
ব্যারিস্টার ওমর ফারুক আরো বলেন,বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ড্রপ আউট স্কুল ছাত্র। যারা স্কুলে ড্রপ আউট হয় তারা কিশোর গাংক হয়ে যায়। তাদেরকে কিশোর গ্যাংক বানানো হয়। কিছু কিছু রাজনৈতিক নেতা যাদের কোন পেশা নেই,যাদের কোন লেখাপড়া নেই তারা এদেরকে লালন পালন করে এবং এই লালন পালন করার মধ্য দিয়ে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। রাস্তার পাশে তারা মোবাইলে পাবজি খেলে এবং তারা দলবল নিয়ে থাকে। কেউ কথা বললে মানে না,কেউ বাধা দিলে তারা উল্টো রিঅ্যাক্ট করে। তাদেরকে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন এই আইনজীবী।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে ব্যারিস্টার ওমর ফারুক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন মন্ডপ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।