কোতয়ালী থানাধীন পূজামণ্ডপ পরিদর্শনে রাঙ্গামাটি পুলিশ সুপার ফরহাদ হোসেন

- আপডেট: ০৮:৩৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৮০২৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষ্যে বুধবার ( ১ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ ও শ্রীশ্রী দুর্গা মাতৃ পূজামণ্ডপ পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপারকে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এসময় তিনি উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।
পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন উপস্থিত ছিলেন।