বিশ্ব ডায়াসেটিক দিবস উপলক্ষে
নারায়ণগঞ্জে সচেতনতা র্যালী ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী
- আপডেট: ১১:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৮০২২
ষ্টাফ রিপোর্টার : বিশ্ব ডায়াসেটিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সচেতনতা বাড়াতে আলোচা সভা র্যালী ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর এ কর্মসূচী পালন করা হয়।
ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সকালে পশ্চিম দেওভোগ, নাগবাড়ি থেকে নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সচেতনতা র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
পরে নারায়ণগঞ্জ সিটি পার্কে ডায়াবেটিস নির্নয় সহ বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করা হয়। দুপুরে নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আলোচনা সভার সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু। এসময় অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তারা ডায়াবেটিস সম্পকে সচেতন হতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।












