নাশকতার পরিকল্পনায় গোপালগঞ্জ থেকে ঢাকায় ছাত্রলীগের ৭ নেতা, অতঃপর…

- আপডেট: ০৪:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন,চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫),রাশিদুল ইসলাম রন্টি (২৭),মো.হান্নান মিয়া (৫০),শাহিদ কাজী (২২),রাজীব শিকদার (১৯),রায়হান পাইক (২১),রবিউল মিয়া (২১),মো.ইসলাম বেপারী (৪৫), সভাপতি,মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগ,সিরাজদিখান,মুন্সিগঞ্জ মো.মাহফুজুল হক (৪২),সাবেক মেয়র,ফরিদগঞ্জ পৌরসভা ও সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ,চাঁদপুর মো. গোলাম মোহাম্মদ সুজন (৫০),সহ-সভাপতি,পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ড,করিমগঞ্জ,কিশোরগঞ্জ রাকিব হোসেন জমাদার (৩১),সাবেক সহ-সম্পাদক, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণ।
বুধবার (৮ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিবি সূত্রে জানা যায়,মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০ টার দিকে ডিবি রমনা বিভাগের একটি টিম রাজধানীর হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মিয়া,রাশিদুল ইসলাম রন্টি,মো.হান্নান মিয়া,শাহিদ কাজী,রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেফতার করে। তারা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে বিভিন্ন স্থানে লোকজন সংগঠিত করত এবং ঝটিকা মিছিলে অংশগ্রহণসহ গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করত।
এছাড়া,একই দিন রাত পোনে ১০ টার দিকে ডিবি ওয়ারী বিভাগ ওয়ারী থানার হাটখোলা রোড এলাকা থেকে মো. ইসলাম বেপারীকে,রাত ৯ টার দিকে ডেমরা থানা এলাকা থেকে মো.মাহফুজুল হককে এবং রাত ০৯ টা২৫ মিনিটে শাহবাগ থানা এলাকা থেকে মো.গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি গুলশান বিভাগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সম্পাদক রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।