০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বোরকা পরে চাঁদাবাজির চেষ্টা, মানিকদি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

  • আপডেট: ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৮০১২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি নামাপাড়া এলাকায় বোরকা পরে ঠিকাদারের বাসায় প্রবেশ করে চাঁদাবাজির চেষ্টা ও গুলি চালানোর ঘটনায় আনোয়ার হোসেন বুলবুল (৩০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে রাতে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর বজলুর রশীদ।

তিনি বলেন,সকাল আনুমানিক ৯টার দিকে বোরকা পরিহিত অবস্থায় বুলবুল তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে স্থানীয় ঠিকাদার আব্দুর রবের (৪০) বাসায় যায়। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তারা ১৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বুলবুল তার কাছে থাকা পিস্তল থেকে গুলি ছোড়ে,তবে কেউ আহত হননি।

গুলির শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনের মধ্যে একজনকে পিস্তলসহ আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান দল ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানায়,সে কুখ্যাত অপরাধী ‘কিলার আব্বাস’-এর হয়ে কাজ করে। তবে তার এ বক্তব্যের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানা গেছে,অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় এর আগেও বুলবুলকে আটবার গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর বজলুর রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। পাশাপাশি তিনি জনগণকে অনুরোধ জানান,যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বোরকা পরে চাঁদাবাজির চেষ্টা, মানিকদি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট: ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি নামাপাড়া এলাকায় বোরকা পরে ঠিকাদারের বাসায় প্রবেশ করে চাঁদাবাজির চেষ্টা ও গুলি চালানোর ঘটনায় আনোয়ার হোসেন বুলবুল (৩০) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে রাতে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর বজলুর রশীদ।

তিনি বলেন,সকাল আনুমানিক ৯টার দিকে বোরকা পরিহিত অবস্থায় বুলবুল তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে স্থানীয় ঠিকাদার আব্দুর রবের (৪০) বাসায় যায়। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তারা ১৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বুলবুল তার কাছে থাকা পিস্তল থেকে গুলি ছোড়ে,তবে কেউ আহত হননি।

গুলির শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনের মধ্যে একজনকে পিস্তলসহ আটক করে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান দল ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানায়,সে কুখ্যাত অপরাধী ‘কিলার আব্বাস’-এর হয়ে কাজ করে। তবে তার এ বক্তব্যের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানা গেছে,অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় এর আগেও বুলবুলকে আটবার গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর বজলুর রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। পাশাপাশি তিনি জনগণকে অনুরোধ জানান,যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।