ধানমন্ডিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

- আপডেট: ০৮:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) লদিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেফতার করা হয়।
রবিবার (৫ অক্টোবর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন–মো.অমিত হাসান ওরফে রাব্বি, আলী আকবর, মো. শফিকুর রহমান, সজিব সরদার, রাজিব তালুকদার, নূর মোহাম্মদ ওরফে বাপ্পি, মো. জিহাদ, মো. কাউছার, চাঁন মিয়া ও মো. ওয়াসিম। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।