মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সফল অভিযান
- আপডেট: ১০:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৮০৩৫
মনির হোসেন, নারায়ণগঞ্জ।। মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সফল অভিযান চলছে। বিগত ১০ মাসে শুধু মাদকের মামলাই হয়েছে ১’শ ৭১টি। প্রতিটি মামলায় আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং পুলিশের সাড়াশি অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশের মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকলে সিদ্ধিরগঞ্জের যুব সমাজ কিছুটা হলেও ধ্বংসের হাত থেকে রেহাই পাবে বলে এলাকাবাসী মনে করেন।
জানা গেছে, জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ১০ মাসে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অপরাধীদের বিরুদ্ধে নানা অভিযানে মোট ৪৩০ টি মামলা দায়ের করা হয়েছে। এ গুলোর মধ্যে ১৭১টি হচ্ছে মাদকের মামলা। উদ্ধারকৃত মাদকদ্রব্য গুলোর মধ্যে রয়েছে, ইয়াবা ৫ হাজার ৫’শ ৭৫ পিছ, গাঁজা ৪৬ কেজি ৩’শ ৭০ গ্রাম, হিরোইন ২’শ ১৯ কেজি ৩৫ গ্রাম, ফেন্সিডিল ৭৯ বোতল ও দেশীয় মদ ১৫ লিটার ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম বলেন, গত ২৫ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিত মামলায় ৬’শ ৯৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে। যে সব মামলায় আসামীদের গ্রেফতার করা হয়েছে এ গুলো হচ্ছে, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্যবিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি ও সড়ক দুর্ঘটনা।
ওসি শাহীনুর আলম বলেন, থানা পুলিশ প্রতিটি পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। মাদক সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবেও না। তিনি বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিন নগর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবন যাপন করতে পারছে। তবে রাতে পুলিশী টহল আরো বৃদ্ধি করা হলে কিশোর গ্যাংদের আনাগোনা আরো কমবে বলে তিনি মনে করেন।
বাইতুন নাজাত জামে মসজিদের সাধারন সম্পাদক হাজী মোঃ ইসহাক মিয়া বলেন, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।র












